মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে ট্রাকের চাপায় নবম শ্রেণীর শিক্ষার্থী বাইসাইকেল চালক মাসুম আল হাছান (১৫) নামের এক কিশোর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
নিহত মাসুম আল হাছান লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকার আব্দুল হান্নান এর ছেলে। আজ সন্ধ্যা ৫ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম আল হাছান বাইসাইকেল চালিয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলো। ট্রাকটি তাকে অতিক্রম করে প্রায় চলে যাচ্ছিলো, এসময় মাসুম ট্রাকের ডানে পড়ে গিয়ে ট্রাকের পিছনের চাকার নিচে পিষ্ট হয়।
মাসুমের চাচা আবুল হাশেম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান ঘটনা স্থলেই ভাতিজার মৃত্যু হয়েছে। তারা আরো জানায়, এবিষয়ে তারা লংগদু থানায় অভিযোগ দায়ের করবেন।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিধান জানায়, ভিকটিমকে মৃত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন। তৎক্ষনাৎ পরীক্ষা নীরিক্ষা করে শরীরে বিভিন্ন জায়গায় বড় ধরনের জখম ও ডান পাশের চোয়াল ভেঙ্গে গেছে দেখা যায়।
লংগদু থানা পুলিশ সুত্রে জানায়, বাইসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনী পক্রিয়া চালু রেখেছেন। ময়না তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ড্রাইভার মামুন ট্রাক দূর্ঘটনার সাথে সাথে পালিয়ে যাওয়ায় চেস্টা করলে পুলিশ তাকে দাওয়া দিলে ট্রাক রেখে চালক পালিয়ে যায়, পরে ট্রাকটি আটক করে লংগদু থানায় নিয়ে আসে লংগদু থানা পুলিশ।