ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি চাল কেনাবেচায় বাধা দেওয়ায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরের ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। এই ঘটনায় তিনি তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম শিশির দীপ্ত টেলিভিশন এবং দৈনিক খবরের কাগজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি জানান, সরকারি চাল অবৈধভাবে কেনাবেচা হচ্ছে দেখে তিনি এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চাল ব্যবসায়ী শাহেদ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার ক্যামেরা এবং নগদ টাকা ছিনিয়ে নেয় বলে তিনি অভিযোগ করেন।এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বলেন, "একজন সাংবাদিক হিসেবে সামান্য সরকারি চালের অবৈধ ক্রয়-বিক্রয় বন্ধ করতে গিয়ে যদি এমন পরিস্থিতির শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই সকল চাল সিন্ডিকেট সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি হামলাকারীর শাস্তি দাবি করছি এবং তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।"স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত চাল ব্যবসায়ী শাহেদের বিরুদ্ধে এর আগেও ইউনিয়ন পরিষদে চাল নিতে আসা উপকারভোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি নিজেকে ওয়ার্ড বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দেন বলেও জানা যায়। এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট। তিনি বলেন, "সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, "সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক এবং সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।