নূর-ই-আলম সিদ্দিক,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত গাড়ী চালক জাহিদ আহমেদের ঝুলন্ত মরদেহ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। জাহিদ রংপুরের কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে। সে নাগেশ্বরীতে স্ত্রী সন্তান নিয়ে শামসুল হক ব্যাপারীর বাড়িতে দুই বছর থেকে ভাড়া থাকে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কাজ শেষে বাসায় গিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করে। এসময় তার স্ত্রী ৬বছরের কন্যা সন্তানকে নিয়ে স্কুলে ছিলেন। পরিবারের লোকজন জানান, জাহিদ ১০ -১২ লাখ টাকা ঋণ গ্রস্থ হয়ে পড়ায় হতাশা গ্রস্থ ছিলো।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হেয়েছে।