নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র্যালি, উদ্বোধন, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফিরোজ আহমেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও দেশীয় জাতের উন্নয়নই প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি খামারিদের দক্ষতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং আধুনিক বংশবিস্তারের প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এসময় স্থানীয় খামারি, প্রজননকারীরা, প্রাণিপালন সংশ্লিষ্ট উদ্যোক্তা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রদর্শনী মেলায় গরু, ছাগল, হাঁস, মুরগি, ডেইরি-পণ্য, আধুনিক যন্ত্রপাতি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন সেবামূলক উপকরণ প্রদর্শিত হয়।