মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার চরলরেঞ্চ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এঘটনায় অপহরণের শিকার ওই ছাত্রীর ভাই মাশরাফুল ইসলাম বাদি হয়ে অপহরণকারীর অভিযোগে অভিযুক্ত মোঃ নিশাদ ও নুরজাহান বেগম সহ ৪ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) কমলনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপহরণের শিকার ওই ছাত্রী স্থানীয় চরলরেঞ্চ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
কমলনগর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তাকে একই এলাকার প্রতিবেশী মোসলেহ উদ্দিনের ছেলে মোঃ নিশাদ তার সহযোগীদের নিয়ে একটি সিএনজি যোগে এসে অপহরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আজ (২৬ এপ্রিল) শনিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই স্কুলছাত্রীর সন্ধান বা উদ্ধার করতে পারেনি পুলিশ।
মাশরাফুল ইসলাম বলেন,মোঃ নিশাদ প্রায় সময় তার বোনকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিলো। একপর্যায়ে ঘটনার দিন বিকালে পরিকল্পিতভাবে জোরপূর্বক একটি সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার বোনের কোনো সন্ধান পাননি।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, স্কুল ছাত্রীর অপহরণের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ব্যাপারে পুলিশি কাজ করছে।