বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন এলাকার গণতান্ত্রিক ছাত্রদলের সদস্য শাহরুখের উপর সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন গণতান্ত্রিক ছাত্রদল সাতবাড়িয়া ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সাতবাড়িয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে, সাতবাড়িয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২২ নভেম্বর রাতে রাজনৈতিক মতবিরোধ ও পূর্ব পরিকল্পিত ভাবে গণতান্ত্রিক ছাত্রদলের সদস্য শাহরুখের উপর অর্তকিত ভাবে হামলা করেন৷ দীর্ঘদিন ধরে বৈলতলী ইউনুস মার্কেটে সবজির দোকান করে আসছিলো আহত শিহাব উদ্দিনের বাবা মোহাম্মদ সেলিম। বাবার ব্যবসায় সহযোগিতা করতো সে। শিহাব রাজনৈতিক ভাবে এলডিপির সাথে সমর্থন ছিলো। বিভিন্ন সময়ে এলডিপির অনুষ্ঠানে স্লোগান দিতো। তারই জের ধরে পরিকল্পিত ভাবে তার উপর অর্তকিত হামলা করেছে।