ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অবস্থিত শতবর্ষী জামতৈল রেলওয়ে স্টেশনটি রাতে ছিনতাইকারীদের দখলে চলে যায় বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশনটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যাত্রীরা প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, ৭-৮ জনের একটি সংঘবদ্ধ চক্র প্রায় ১০ মাস ধরে এই ছিনতাই কার্যক্রম চালাচ্ছে। বিশেষ করে রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এক্সপ্রেস ও ঢাকা-পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুটি স্টেশনে থামলে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। চলন্ত ট্রেনের দরজা বা জানালার পাশ থেকে মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়া এখন নিত্যনৈমিত্তিক ঘটনা।
স্টেশনে ১৮টি সিসি ক্যামেরা থাকলেও সেগুলোর মান ভালো না হওয়ায় অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয় না।পর্যাপ্ত আলোর অভাব এবং প্ল্যাটফর্মের বাইরের অন্ধকার গলিগুলো ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিনের মতে, আগের তুলনায় ছিনতাই কমেছে এবং চলতি বছরে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্টেশন মাস্টার আবু হান্নান জানান, প্রায় প্রতি রাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটলেও যাত্রীরা লিখিত অভিযোগ করেন না।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক জানিয়েছেন, আইনশৃঙ্খলার বিষয়টি জিআরপি থানা দেখভাল করে এবং সিসি ক্যামেরা সমস্যার সমাধানের জন্য জানানো হয়েছে। তিনি আরও বলেন, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে এই সমস্যার সমাধান হতে পারে।