ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের (জিও-এনজিও) মধ্যে কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নেটওয়ার্ক, লবিং ও সমন্বয়’ শীর্ষক এই সভাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ কারিতাস-এর রাজশাহী অঞ্চল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নুসরাত জাহান। তিনি সরকারি ও বেসরকারি যৌথ প্রচেষ্টার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আপেল মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা খাদিজা নাসরিন এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ। বক্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাড়াশ উপজেলার সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।আয়োজক সংস্থা কারিতাস জানায়, এই সভার মূল উদ্দেশ্য হলো— স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার সরবরাহ, নিরাপদ মাতৃত্বে আর্থিক সহায়তা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কৃত্রিম হাত-পা সংযোজন, ট্রাইসাইকেল ও শ্রবণযন্ত্র বিতরণের মতো মানবিক সেবাগুলো সকল সংস্থার অংশগ্রহণে আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা।উক্ত সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা এবং একাধিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভা শেষে উপস্থিত সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।