মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর।
গণ-মাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশের পরও জনভোগান্তি বিষয়ে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, সরকারের কোনো দপ্তর থেকে এরকম কোনো তৎপরতা জানা যায়নি ।
তবে, দিনাজপুর জেলা পরিষদের কর্মকর্তা মুঠো ফোনে জানিয়েছেন অবৈধ দখলদারের বিষয়ে সরেজমিন পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজার চারমাথায় দাউদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়ের প্রাচীরের সাথে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় শর্তসাপেক্ষে অস্থায়ী দোকান গড়ে তোলার অনুমতি দেওয়া হলেও, সেই শর্ত কেউই মানছেন না।
বাঁশ ও কাঠের তৈরি অস্থায়ী দোকান করে নিজে দোকান দিয়ে বসার কথা থাকলেও, এখন সেই দোকানগুলো কয়েক লাখ টাকা জামানত নিয়ে ভাড়া দেওয়া হচ্ছে। প্রতি দোকানের জন্য ২ থেকে ৩ লাখ টাকা জামানত নিয়েই চলছে অবাধ ভাড়া বাণিজ্য।
সরকারি জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা রাস্তার পরিধি সংকুচিত করছে, ফলে জনদুর্ভোগও বাড়ছে।
অবৈধ দখলদার আর অবৈধ স্থাপনার কারণে ঝুকি নিয়ে চলছে যানবাহন, যেকোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা।
এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, “সরকারি জায়গা দখল করে যেভাবে দোকানঘর নির্মাণ করা হচ্ছে, তা বন্ধ না হলে ভবিষ্যতে আরও বড় সমস্যা সৃষ্টি হবে।” যানবাহন ও পথচারী চলাচলে অসুবিধা করে গড়ে তোলা এসব স্থাপনা জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গুড়িয়ে দেওয়ারও দাবী ভুক্ত ভোগীদের ।