নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-০৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বগুড়ার শাজাহানপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় চোপিনগর শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল বারীর সমাবেশে সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য এবং চোপিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমরান হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলার সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু,সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জয়ন্তীবাড়ী দারুল হুদা বালিকা দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এসএম আনোয়ার জাহিদ, বড়পাথার বালিয়াদিঘী মাদ্রাসাতুল হাদীস ও এতিমখানার মুহতামিম আব্দুর রাজ্জাক বিন তমিজ উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষক সমাজের সমস্যাবলি ও দাবি মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান, সুযোগ-সুবিধা এবং ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা হবে।” তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের আহ্বান জানান বগুড়া-৭ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে এবং বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে।