রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
লোকমান হোসেন মিলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার হয়েছে। উপজেলা, পৌর ও সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে শনিবার সকালে উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ব্যাপক মতবিনিময় সভা।
ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের মিছিল এসে জমায়েত হলে পুরো মাঠটি রূপ নেয় জনসমুদ্রে। স্লোগান, ব্যানার আর ধানের শীষের প্রতীকে সাজানো পরিবেশ নির্বাচনী উত্তাপকে আরও তীব্র করে তোলে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক।
তার বক্তব্যে উঠে আসে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং পরিবর্তনের অঙ্গীকার।
তিনি বলেন, “এই নির্বাচন কোনো সাধারণ ভোট নয়—এটি মানুষের অধিকার, মর্যাদা ও স্বাধীন মতপ্রকাশের প্রশ্ন। রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গার মানুষ পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছে, আমরাও প্রস্তুত সেই পরিবর্তন আনতে।”
তিনি আরও বলেন, “তৃণমূল ঐক্যবদ্ধ হলে আমাদের অগ্রযাত্রা থামানোর শক্তি কারও নেই। ভোটাধিকার কেড়ে নেওয়ার অন্ধকারকে রায়গঞ্জ থেকেই আমরা বদলে দেব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, হাতেম আলী সুজন, খায়রুল ইসলাম ভূঁইয়া, মাহমুদুল হাসান তামান্না, আব্দুল আলীম, রাশিদুল হাসান মিরনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন দুলাল হোসেন খান, ইসমাইল হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মণ্ডল, আব্দুল লতিফ, রোম বাদশা সরকার, আমিনুল ইসলামসহ অঙ্গ–সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, রায়গঞ্জে বিএনপির আজকের গণসমাগমই প্রমাণ করে—মানুষ পরিবর্তনের প্রতীক হিসেবে ধানের শীষকে বেছে নিতে আগ্রহী।
সমাবেশের শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন—
“পরিবর্তনের জয়গান রচনার লক্ষ্যেই আমরা মাঠে আছি; ধানের শীষের বিজয় ছিনিয়ে এনে তবেই ঘরে ফিরব।