নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার শিশু শ্রেণীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল বাশার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান। সুপার মাওলানা হযরত আলীর সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক এবং এলাকাবাসীসহ গন্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সঠিক শিক্ষার মাধ্যমে নৈতিক ও মানবিক সমাজ গঠন সম্ভব। শিশুদের প্রাথমিক শিক্ষায় অধিক মনোযোগী করা আমাদের সবার দায়িত্ব।”
উদ্বোধনী অনুষ্ঠানে শিশু শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।