ফিরোজ আল -আমিন
নিজস্ব প্রতিনিধি:
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আঃ মালেককে (৩৬) ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২১ নভেম্বর) রাতে র্যাব-১২ ও র্যাব-৪ এর একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, ২০০৮ সালের ১৬ ডিসেম্বর ঢাকার দক্ষিণখান থানায় মোঃ আঃ মালেকের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের হয়। এই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই মালেক পরিচয় পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে, ২১ নভেম্বর রাতে র্যাব-১২, সিরাজগঞ্জ এবং র্যাব-৪, সিপিসি-১ এর যৌথ দল ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন মিরপুর-১ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আঃ মালেক দিনাজপুর জেলার হাকিমপুর থানার লোহাচড়া মন্ডল বাড়ির মোঃ শহিদুল ইসলামের ছেলে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।