শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
রংপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নব্য জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এর পরিচিতি ও মতবিনয় সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার সময় জেলা প্রশাসকের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ এনামুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শরীফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), রংপুর এবং অতিরিক্ত দায়িত্ব স্থানীয় সরকারের উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিল প্রমূখ।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুরের সভাপতি এনামুল হক স্বাধীন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ খান কিরণ, সাধারণ সম্পাদক শরিফা বেগম শিউলী, যুগ্ম সাধারণ সম্পাদক জেনিফা ইয়ামিম লিনা, সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, দপ্তর সম্পাদক জুয়েল আহমেদ, কোষাধক্ষ আব্দুল মাবুদ, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জীবন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, কোষাধক্ষ রেজাউল করিম জীবন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক আতিকুল ইসলাম, ফেরদৌস জয়, দৈনিক বাড়ানোর পত্রিকার বার্তা সম্পাদক এম এ আপন, বৈশাখী টেলিভিশনে ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, দৈনিক করতোয়া পত্রিকার মহানগর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পি, শীর্ষ নিউজ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিজানসহ আরো অনেক ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সাংবাদিকরা বলেন, আপনি জেলা প্রশাসক হিসেবে রংপুরে এসেছেন। রংপুর জেলার সকল মানুষের সেবক হিসেবে কাজ করবেন শাসক হিসেবে নয়। সেই সাথে সংবাদ প্রচারের স্বার্থে কোন তথ্যের প্রয়োজন হলে আপনিসহ অফিসের সকল অফিসাররা যেন সাংবাদিকের কল রিসিভ করে তথ্য দিয়ে সহযোগিতা করে সেদিকে খেয়াল রাখবেন।
সাংবাদিকরা আরো বলেন, উত্তরাঞ্চল কৃষি নির্ভর হলেও শিল্পায়নের দিক থেকে অনেক অবহেলিত। ভারী কলকারখানার মধ্যে রংপুরের শ্যামপুর সুগার মিল সেটিও দীর্ঘদিন থেকে বন্ধ। সেটা চালু করার জোর দাবি জানান। #