হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার করুয়াজান গ্রামের ছাত্রী ঝর্ণা আক্তার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তার চিকিৎসা ব্যয় পরিবারটির পক্ষে বহন করা কঠিন হয়ে পড়ে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় চিকিৎসার খরচ প্রতিদিনই বাড়তে থাকায় পরিবারটি চরম সংকটে পড়ে।
এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন মধ্যনগর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মজনু। অসহায় এই শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তিনি ঝর্ণা আক্তারের হাতে ৭০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়।
ঝর্ণা আক্তার বর্তমানে আনন্দ মোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্সে অধ্যয়নরত। এর আগে তিনি মধ্যনগর বি.পি. হাইস্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন। দুর্ঘটনার পর দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় পরিবারটির উপর বড় ধরনের বোঝা হয়ে দাঁড়ায়। পরিস্থিতি জানতে পেরে আব্দুল কাইউম মজনুর উদ্যোগেই এ মানবিক সহায়তার ব্যবস্থা করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, সদস্য মোঃ কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় আব্দুল কাইউম মজনু বলেন, ঝর্ণা আক্তারের চিকিৎসার যেন কোনো ঘাটতি না থাকে, সে জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাবো। প্রয়োজন হলে ভবিষ্যতেও আরও সহায়তা প্রদান করা হবে। মানবিক কাজ করা আমাদের সামাজিক দায়িত্ব, আর বিপদে মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে।
তিনি আরও বলেন, মানবিক কাজে অংশ নেওয়া বিএনপির সামাজিক দায়বদ্ধতার অংশ, এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকা অব্যাহত থাকবে।
অসহায় অবস্থায় পাশে দাঁড়ানোর জন্য ঝর্ণা আক্তারের পরিবার উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।