রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের রায়পাড়া মন্দির প্রঙ্গনে এ গাভী বিতরণ করা হয়। আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি। এতে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্বাস উদ্দিন, আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ। এ সময়ে অতিথবৃন্দ ৪ জন দুঃস্থ নারীর মাঝে চারটি গাভী গরু বিতরণ করেন।