ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে গাঁজা সেবনকালে চার ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার চান্দাইকোনা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল চান্দাইকোনা আন্ডারপাসের পশ্চিম পাশে পুরাতন শ্রী শ্রী কালিমাতা মন্দির এলাকায় অভিযান চালায়। এ সময় মন্দিরের পাশে একটি টিনের চালার নিচ থেকে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—চান্দাইকোনা পাবনা বাজারের মৃত আব্দুল মতিন খানের ছেলে আব্দুল্লাহ খান জয়, চান্দাইকোনা হাওলাদার পাড়া গ্রামের মৃত সূর্য চন্দ্র হাওলাদারের ছেলে আনন্দ চন্দ্র হাওলাদার, একই গ্রামের মৃত হরেন্দ্র নাথ চন্দ্র হাওলাদারের ছেলে কার্তিক চন্দ্র হাওলাদার এবং চান্দাইকোনা গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে ফয়সাল জাহান সবুজ।
এসআই জাফর আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে মঙ্গলবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা বলেন, "মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।"