কাবিল উদ্দিন কাফি সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।
সোমবার বিকেল ও সন্ধ্যায় সিংড়া কাঁচা বাজার, থানার মোড় এবং বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মী নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন। বাজারের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ও করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লেলিন, পৌর বিএনপির সদস্য আসাদুজ্জামান মিঠু, কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সোয়াইব আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান, বিএনপি নেতা ও শিক্ষক নেতা ফিরোজ কবির, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, যুবদল নেতা শামীম হোসেন প্রমুখ।