মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে পানিতে ডুবে মুশফিকা নামের ছয় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
১৬ নভেম্বর (রবিবার) দুপুরে লংগদু উপজেলা ২নং কালাপাকুইজ্জ্যা ইউনিয়নে ইসলামপুর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা রমজান আলীর মেয়ে মুশফিকা (৬) খেলার ছলে পানিতে পড়ে মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো মেয়েটি বাড়ির পাশেই খেলছিল, খেলার ছলে বাড়ির পাশে নদীতে পড়ে যায়। দীর্ঘক্ষন মেয়ের সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির পর নদীতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে মাইনীমুখ ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসলে, সেখান থেকে স্থানীয় ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক জানান, দুপুরে পর এক কন্যাশিশুকে হাসপাতালে আনা হয়, পরিক্ষা করে দেখা যায়, শিশুটি হাসপাতালে আনার পথেই মৃত হয়েছে।
লংগদু থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে পড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে জানতে পেরেছি।