হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
নেত্রকোনার মোহনগঞ্জে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে "কেন্দ্র কমিটি" গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ নভেম্বর) রাত আটটায় পৌর বিএনপির উদ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির জৈষ্ঠ সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মিহির গোস্বামী, পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদুজ্জামান ফরিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ আরো অনেকেই।
এ সময় পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।