মোঃ এরশাদ আলী, লংগদু(রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদুতে বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া সিওর টিলা নামক স্থানে শিশুপার্কের নামে কবরস্থানের জায়গায় কবরের উপর মঞ্চ তৈরী করে অশ্লীল গানবাজনা ও নৃত্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লংগদু উপজেলা ইমাম সমিতি ও সর্বস্তরের তৌহিদী জনতা।
শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় লংগদু উপজেলা মিনি স্টেডিয়াম প্রান্ত হতে একটি প্রতিবাদী মিছিল বের করে লংগদু সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পথসভা ও প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনে একত্রিত হয়৷
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লংগদু উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন, লংগদু উপজেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইউনুছ আল হাবিবি সহ উপজেলার সর্বস্থরের ইমাম ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্যে তারা বলেন, আমরা ইসলাম প্রিয় তৌহিদী জনতা অতি দুঃখের সাথে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের শান্তি প্রিয় লংগদু উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার সিওর টিলা নামক স্থানে বিনোদনের নামে নামমাত্র শিশুপার্ক খুলে উদ্বোধন এর নামে প্রথম দিনেই কবরস্থানোর উপর মঞ্চ করে মেয়ে /নর্তকি দিয়ে বেহায়াপনা ও জুয়ার আসর চালু করে অত্র এলাকার আবুল কালাম নামে একজন স্বৈরাচারের দোসর।
সে নিজেকে বিভিন্ন সংগঠনের বড় নেতা হিসেবে পরিচয় প্রদান করে। এছাড়াও বড় বড় প্রশাসনের লোকের সাথে তার পরিচয় আছে, এবলে লোকজনকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
গতকাল ১৪ নভেম্বর শুক্রবার বিকালে পার্ক উদ্বোধনের নামে কবরের উপর স্টেজ নির্মাণ করে অশালীন কার্যকালাপ শুরু করলে, স্থানীয় লোকজন তাদের কার্যক্রমে বাঁধা প্রদান করলে তিনি বাঁধা প্রদাকারী ব্যাক্তিকে মারধর শুরু করে। পরবর্তীতে স্থানীয় তৌহীদি জনতা খবর পেয়ে ঘটনাস্থলে আসা শুরু করলে, তারা জেনেরটর বন্ধ করে দিয়ে ভেতরে নিজেদের জিনিসপত্র নিজেরাই ভাংছুর করে পেছন দিয়ে ইন্জিন বোটে করে পালিয়ে যায়।
এসময়ে স্থানীয় লোকজন ঘুরতে আসা মহিলা ও শিশু বাচ্চারা ভেতরে আটকে পড়লে তৌহিদী জনতার কয়েকজন তাদের উদ্ধার করে পার্কের ভেতর থেকে বের করে নিয়ে আসে। পরবর্তীতে সকাল থেকে তিনি স্থানীয় তৌহিদীর জনতার বিরুদ্ধে মামলা হামলার জন্য হুমকি প্রদান করে ঘুরাঘুরি করছেন। তারা বলেন, স্বৈরাচারের একজন ফ্যাসিস্টকে এভাবে প্রকাশ্যে ঘুরতে দেখেও তাকে এরেস্ট না করে হাজারো শহীদের অন্তরে আঘাত করা হচ্ছে। তার এধরণের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য যে, উক্ত আবুল কালাম বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এই আবুল কালাম বিগত বছরগুলোতে স্বৈরাচার সরকারের পরিচয় দিয়ে জালিয়াপাড়া বঙ্গবন্ধু দাখিল মাদ্রাসা ও একটি অনাথ আশ্রমের নামে কিছু জায়গা দখল করে ঘর নির্মাণ করে নিজের বসতবাড়ি হিসেবে ব্যবহার করে আসছেন, যাহাতে কবরস্থান রয়েছে। উক্ত জায়গাটি ভোগ দখলের জন্য কৌশলে বিনোদন কেন্দ্র তৈরি করে অশ্লীল গানবাজনা ও নৃত্য সহ বেহায়াপনা শুরু করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, আপনাদের সংবাদের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবো। #