মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ
“দল যার যার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সবার”— এ স্লোগানকে ধারণ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রামগড় শাখার উদ্যোগে সংগঠনের ৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রামগড় উপজেলা প্রেস ক্লাব সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রামগড় উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক (বাবু)।
আলোচনা সভায় পাহাড়ের বৈষম্য, ষড়যন্ত্রসহ চলমান নানা সমস্যা নিরসন এবং ছাত্র পরিষদের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন বক্তারা। পাশাপাশি বৈষম্যহীন নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্র সমাজের ভূমিকা নিয়েও কথা বলেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্র পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক মো. সরোয়ার হোসেন (রিয়াদ), রামগড় উপজেলা শাখার সদস্য সচিব আলী হোসেন চৌধুরী, সদস্য মো. তারেক হোসেন, নাজমুল হাসান সোহাগ, তানবির হাসান, শিহাব আল মামুন প্রমুখ।