নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ও চাঁচাইতারা গ্রামের যৌথ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে অগ্রদূত ক্লাবের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শামীম জায়দার। বেলুন ও পায়রা উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুর হক চৌধুরী হিরু।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহিন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ মাস্টার, উপজেলা বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী সাকিদার ও মঞ্জুর কাদের মন্টু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আবুল বাশার, মাঝিরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ফাইনাল ম্যাচে বদলীবলান একতা ক্লাব ১–০ গোলে হেলেঞ্চাপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা দেখতে মাঠে ছিল বিপুল সংখ্যক দর্শকের ভিড়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।