ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ শ্রী আশিষ কুমার সাঁজোয়াল ওরফে দর্পন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডার মোড় থেকে তাকে আটক করা হয়। আটক দর্পন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আবু সিদ্দিক জানান, পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি মিষ্টির দোকানের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে দর্পনকে আটক করা হয় এবং তার বাজারের ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।