নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বৈষম্য বিরোধী আইনের মামলায় মুঞ্জিল তালুকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের মামা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাড়াশ থানা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে একটি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন বাবু গুরুতর আহত হয়েছিলেন। পরবর্তীতে তিনি বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মুঞ্জিল তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "বৈষম্য বিরোধী আইনের একটি মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মুঞ্জিল তালুকদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।"
ওসি আরও জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে। মামলার অধিকতর তদন্তের স্বার্থে আদালতে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এই গ্রেফতারের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কারণ মুঞ্জিল তালুকদার সাবেক একজন সংসদ সদস্যের নিকটাত্মীয়।