নাজিরুল, ইসলাম শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ধারাবাহিক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করছেন শাজাহানপুর উপজেলা বিএনপির।
বুধবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি বাজার ও আশপাশ এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা এনামুল হক শাহীন।
বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়— আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। আমরা জনগণের দোরগোড়ায় যাচ্ছি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে।
তিনি আরও বলেন, বগুড়া–৭ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ আজ বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে একজোট। ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রেকর্ড পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়ে আগামীতে সরকার গঠন করবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, জাসাস, মৎস্যজীবী দল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।