হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
সুনামগঞ্জের মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পাতকুড়া গ্রামের মৃত কুদরত আলীর পুত্র ও মধ্যনগর উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ বিদ্যা মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের রৌহা গ্রামের আব্দুল মোতালিবের পুত্র ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল (৪০)।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আসামিরা মামলা নং-০৬, তারিখ ২৭/১১/২০২৪ ইংরেজি অনুযায়ী The Special Powers Act, 1974 এর ধারা 15(3)/25D এর অধীন নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ছিলেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবেই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, উপরোক্ত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে মধ্যনগর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।