এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে প্রায় ৫০০ কাব স্কাউটের মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এই ৫০০ কাব স্কাউটের কলকাকলিতে মুখরিত ছিল ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাঙ্গণে।
বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার আয়োজনে চলমান ‘৯ম জেলা কাব ক্যাম্পুরি ২০২৫’-এর অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) এই শিক্ষামূলক আনন্দ সফরের আয়োজন করা হয়।বিকেল ৩টার দিকে জয়পুরহাট থেকে প্রায় ৫০০ কাব স্কাউট ও কর্মকর্তা উপদলে বিভক্ত হয়ে পাহাড়পুরের উদ্দেশে যাত্রা শুরু করেন। বৌদ্ধবিহারে পৌঁছে তারা ঘুরে দেখেন বিহারের প্রাচীন স্থাপত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জাদুঘর।
ইতিহাসের নিঃশব্দ সাক্ষীদের সামনে দাঁড়িয়ে তারা জানতে পারেন দেশের ঐতিহ্য ও সংস্কৃতির গৌরবময় অধ্যায়।
সফরে অংশ নিয়ে কাব স্কাউট রওজা তার উচ্ছ্বাস প্রকাশ করে বলে, ‘আজকের সফর ছিল খুব মজার ও শিক্ষণীয়। ইতিহাসের সঙ্গে পরিচয় পেয়ে সত্যিই আমি আনন্দিত।