সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা এবং মন্দির কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৯ নভেম্বর) মন্দির প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে মন্দির কমিটি এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা।
মানববন্ধনে মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সেবায়েত আশুতোষ সান্যাল জানান, মন্দিরের ওই সম্পত্তিটি একসময় "ক তফসিল" ভুক্ত ছিল। পরবর্তীতে আদালতের মাধ্যমে দীর্ঘ আইনি লড়াই শেষে এবং সরকারকে ৫৩ বছরের খাজনা পরিশোধ করে সম্পত্তিটি মন্দিরের নামে অবমুক্ত করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, "উপজেলার উষাকোল গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি জোর করে ওই সম্পত্তি দখলের চেষ্টা করছে। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের হুমকি-ধামকি দিচ্ছে। এমনকি আমাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।"
এই ঘটনায় নিরাপত্তা চেয়ে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মন্দির কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষেরা একত্রিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানিয়েছেন, "ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি মন্দিরের দখলেই থাকবে। আইন অমান্য করে কেউ যদি সেই সম্পত্তি দখল করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"