ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার, ৭ নভেম্বর, বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরবঙ্গ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ঘুরকা নাহার এগ্রো মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওমর ফারুক (৩২) এবং ফরিদুল ইসলাম (৩০)। তারা দুজনেই রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ওমর ফারুক ও ফরিদুল ইসলাম মোটরসাইকেলে করে সলঙ্গার দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে তাদের মোটরসাইকেলটি ঘুরকা নাহার এগ্রো মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ওমর ফারুককে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফরিদুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল ৫টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।