এ জেড সুজন,
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে লালপুর ডিগ্রী কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে ১ কিলোমিটার ব্যাপী হাজার হাজার নেতাকর্মী নিয়ে লালপুর শ্রী সুন্দরী পাইলট হাই স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সমাবেশ ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। ৭ই নভেম্বর সিপাহ জনতা আন্দোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করে এনেছিল। সে দিন বাংলাদেশের স্বাধীনতা, গনতন্ত্র সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল।
তিনি আরো বলেন, জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। দেশে উন্নয়ন ও সুশাসন উপহার দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে ৩১ দফার মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু ও লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী।###