মোঃমাসুদ রানা,
বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে ক্রিকেটের জন্য টার্ফ হবে; খাগড়াছড়ির ক্রিকেটকে এগিয়ে আলাদা দৃষ্টি থাকবে-বিসিবি পরিচালক আসিফ আকবর
খাগড়াছড়িতে ক্রিকেটের জন্যে টার্ফ হবে। মেয়েদের জন্যে ক্রিকেটের সুবিধা নিশ্চিত করতে কোন কার্পন্য হবেনা। বলেছেন বিসিবির পরিচালক আসিফ আকবর।
বৃহস্প্রতিবার ০৬ অক্টোবর বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে ক্রিকেটের অবস্থা দেখতে আসেন। এ সময় ক্রিকেটারদের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নেন।
আসিফ আকবর বলেন, পার্বত্য চট্টগ্রামের মেয়েদের ক্রিকেট খেলায় আগ্রহী করে তুলতে বিসিবি আলাদার ফোকাসড থাকবে। খাগড়াছড়িতে ক্রিকেট খেলা ও খেলোয়াড়দের এগিয়ে নিতে আলাদা দৃষ্টি থাকবে জানিয়েছেন বিসিবির এ পরিচালক।
পার্বত্য চট্টগ্রামের ক্রিকেট বাংলাদেশকে লিড করতে পারবে এমন স্বপ্ন দেখেন আসিফ আকবর।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ জেলার ক্রিকেট অঙ্গনের জড়িতরা উপস্থিত ছিলেন।
আসিফ আকবর পার্বত্য চট্টগ্রাম থেকে তার কর্মকান্ড শুরু করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম সফর করছেন করছেন তিনি।
কথা বলার সময়ে খাগড়াছড়ি ক্রিকেটের জন্য কয়েকটি সুসংবাদও দেন আসিফ আকবর।