মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
আমরাই শক্তি, আমরাই মুক্তি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় খামারিদের আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও রোগপ্রতিরোধ ব্যবস্থাপনা (কসাই) দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, লংগদু।
লংগদু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. সৌরভ সেন এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ বিভাগের চট্টগ্রাম বিভাগী ডা: মো: আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তুষার কান্তি চাকমা এবং রাঙ্গামাটি জেলা ভেটেনারী সার্জন ডা: মো: মঈনুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আধুনিকায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে। প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করলে উৎপাদন বৃদ্ধি ও রোগপ্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য আসবে।
এসময়ে তারা বক্তব্যে মাঠপর্যায়ে প্রাণিসম্পদ খাতের অগ্রগতি এবং খামারিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার প্রায় ২০ জন খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, খাদ্য সরবরাহ, টিকাদান ও অর্থনৈতিকভাবে টেকসই উৎপাদনের কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়।