রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বায়েজিদ আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধানগড়া ইউনিয়নের গুনগাতী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানা জানান, “ধর্ষণ মামলার প্রধান আসামি বায়েজিদ আকন্দকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।”
এর আগে গত ২৮ অক্টোবর রাতে একই গ্রামের মৃত আয়ুব আলী আকন্দের ছেলে বায়েজিদ আকন্দ প্রেমের প্রলোভন দেখিয়ে এক সপ্তম শ্রেণির ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার অভিযোগ করে জানায়, স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি ‘মীমাংসা’ করার চেষ্টা করা হয়, কিন্তু তারা ন্যায়বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর থেকেই পুলিশ আসামিকে ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছিল। অবশেষে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করে রায়গঞ্জ থানা পুলিশ।
ওসি মাসুদ রানা বলেন, “ভিকটিমের মেডিকেল রিপোর্ট ইতিমধ্যে পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, আসামি গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নারী ও শিশু অধিকারকর্মীরা বলছেন, “এ ধরনের ঘটনার কঠোর শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এমন অপরাধে কেউ সাহস পাবে না।”
বর্তমানে ভুক্তভোগী কিশোরী সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।