মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি): প্রতিনিধি
পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ, সুস্থ জাতির অঙ্গীকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বিডি ক্লিনের উদ্যোগে বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মদিবস।
কর্মসূচির শুরুতে বিডি ক্লিনের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করেন।
শপথ শেষে তারা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ, ওয়ার্ড ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন।
অভিযানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, বিডি ক্লিন খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মাহফুজুর রহমান সকাল, উপজেলা সমন্বয়ক মেহেদী হাসান, সহ-সমন্বয়ক ইব্রাহিম খলিল শান্ত, লজিস্টিক সমন্বয়ক আমজাদ হোসেন, সদস্য তাসলিমা আক্তার ও আখি আক্তারসহ বিডি ক্লিন দীঘিনালা টিমের অন্যান্য সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিডি ক্লিনের প্রধান উপদেষ্টা এ কে এম বদিউজ্জামান।
ডা. তনয় তালুকদার বলেন,
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিডি ক্লিনের এই উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়। নিয়মিত এমন আয়োজন হলে হাসপাতালের পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত হবে।”
জেলা সমন্বয়ক মাহফুজুর রহমান সকাল বলেন,
বিডি ক্লিন শুধু পরিচ্ছন্নতা সংগঠন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমাদের লক্ষ্য মানুষকে নিজে থেকে পরিচ্ছন্ন থাকতে ও সমাজকে পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা।”
উপজেলা সমন্বয়ক মেহেদী হাসান বলেন,
আমরা চাই প্রতিটি মানুষ নিজের দায়িত্বে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসুক। পরিষ্কার থাকা মানে সুস্থ থাকা।”
দিনব্যাপী এই অভিযানের শেষে অংশগ্রহণকারীরা পুনরায় পরিচ্ছন্নতা রক্ষার শপথ পাঠ করেন এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণকে ‘নো লিটার জোন’ হিসেবে ঘোষণা করা হয়।