মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি, সরিষা, অড়হড়সহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ।
এসময়ে সুফলভোগী কৃষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষির উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার নানামুখী প্রদক্ষেপ গ্রহণের মাধ্যমে মাঠ পর্যায়ে সহায়তা প্রদান অব্যহত রেখেছেন।
কৃষি বিভাগ জানায়, বিতরণকৃত উপকরণ ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়লে দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের টেকনিক্যাল সহায়তাও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি এ প্রণোদনা কর্মসূচি কৃষকদেরকে আরও আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।