উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া সলঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।
বনাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এম আকবর আলী শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত ও অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে নাম লেখান। তিনি সংসদ সদস্য পাশাপাশি উল্লাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন
তিনি( উল্লাপাড়া সলঙ্গা) আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। একজন সৎ বিনয়ী ব্যক্তি হিসাবে এলাকায় তিনি সুপরিচিত। তিনি বিগত সময়ে এমপি নির্বাচিত হয়ে এলাকায় রাস্তা ঘাট নির্মানে ব্যাপক অগ্রনী ভুমিকা পালন করেন। এছাড়াও উল্লাপাড়ায় সরকারী আকবর আলী কলেজ, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, মোমেন আলী বিজ্ঞান স্কুল ,বড়হর স্কুল এন্ড কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে নাম পেয়েছেন উল্লাপাড়া শিক্ষা নগরীর রূপকার দলমত নির্বিশেষে তাঁর জনপ্রিয়তা এলাকায় আকাশচুম্বি।
তিনি আসন্ন নির্বাচনে তারেক রহমানের হাত কে শক্তিশালী করার জন্য এবং ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য উল্লাপাড়া সলঙ্গার সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের প্রতি আহবান জানিয়েছেন।