ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের পাঁচটি আসনে নিজেদের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সন্ধ্যায় ঢাকার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।ঘোষিত প্রার্থীরা হলেন—সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক ভিপি আয়নুল হক , সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জেলা বিএনপির উপদেষ্টা ডা. এম এ মুহিত।তবে জেলার গুরুত্বপূর্ণ আসন সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আসনটি নির্বাচনী জোটের শরিক কোনো দলকে ছেড়ে দেওয়া হতে পারে।এদিকে, প্রার্থী তালিকা ঘোষণার পরপরই সিরাজগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে। মনোনীত প্রার্থীরা এখন নিজ নিজ নির্বাচনী এলাকায় পুরোদমে ভোটের প্রস্তুতি শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।