নূর-ই-আলম সিদ্দিক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দৈনিক সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার(৩ নভেম্বর) সন্ধ্যায় নাগেশ্বরী প্রেসক্লাবে আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠান উৎযাপিত হয়। এর আগে
আমন্ত্রিত অথিতিবৃন্দের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পত্রিকাটির নাগেশ্বরী প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। বিশেষ অথিতি বক্তব্য দেন নাগেশ্বরী সরকারী কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক প্রভাষক গোলাম রিসুল রাজা, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, সম্পাদক গোলাম মওলা সিরাজ, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক নূর ই আলম সিদ্দিক প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দৈনিক সকালের বাণীর উত্তরাত্তর সাফল্য কামনা করেন।