ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
দুধের মূল্যবৃদ্ধি, এমডি-এর অপসারণসহ ছয় দফা দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ি মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন সমবায়ী খামারিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, রোববার সকাল থেকে তারা এই ধর্মঘট পালন করছেন এবং উৎপাদিত দুধ স্থানীয় ঘোষদের কাছে বিক্রি করছেন।
খামারিদের প্রধান দাবি, প্রতি লিটার দুধে ১০ টাকা মূল্য বৃদ্ধি করে দাম ৬০ টাকা করা হোক। বর্তমানে তারা দুধের দাম পাচ্ছেন ৪৮-৫১ টাকা।
অন্যান্য দাবিগুলো হলো:বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অপসারণ করা।সমবায়বান্ধব নিয়মিত কমিটি গঠন করা।ন্যায্য মূল্যে গো-খাদ্য সরবরাহ করা।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের আহ্বায়ক আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, গো-খাদ্যের দাম বাড়লেও মিল্কভিটা দাম বাড়াচ্ছে না। তারা দুধ কিনে দ্বিগুণ দামে বিক্রি করে, অথচ খামারিরা লোকসানে পড়ছেন।
শাহজাদপুর উপজেলায় দৈনিক প্রায় ৫ লাখ লিটার দুধ উৎপাদিত হয়, যার মধ্যে মিল্কভিটা প্রায় দেড় লাখ লিটার সংগ্রহ করে। ধর্মঘটের কারণে এই বিপুল পরিমাণ দুধ সংগ্রহ ব্যাহত হচ্ছে। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন সমবায়ীরা।