মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
"কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে রাঙ্গামাটির লংগদুতে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় দু’দিন ব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ শুরু করা হয়েছে।
২ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় লংগদু হর্টিকালচার সেন্টার মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক অরুণ রায় এবং উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার চৌধুরী।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পারিবারিক পুষ্টি সবজি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। এসময়ে প্রশিক্ষণার্থী ৬০ জন কৃষক-কৃষাণীর মধ্যে ৩০ জনকে কৃষি উপকরণ বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।