মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু লংগদু ফুটবল একাডেমির উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর (শনিবার) বিকাল তিনটায় লংগদু উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে লংগদু ফুটবল একাডেমির উদ্যোগে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন লংগদু ফুটবল একাডেমি একাদশ বনাম রাঙ্গামাটি রিজার্ভ বাজার ফুটবল একাদশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) স্বরজিৎ কুমার দে।
সভাপতিত্ব করেন লংগদু ফুটবল একাডেমির আহবায়ক ও লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি ও লংগদু ফুটবল একাডেমির সদস্য সচিব শাজেদুর রহমান মনির এর সঞ্চালনায় প্রীতি ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করেন মন্টু কুমার চৌধুরী সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আনোয়ার ও মনির হোসেন।
এসময়ে উপজেলার বিভিন্ন এলাকা হতে হাজারো নারী পুরুষের উপস্থিতিতে মাঠের চারিদিকে কানায় কানায় দর্শকে পরিপূর্ণ হয়ে উঠে। নির্ধারিত সময়ে শেষে উভয় দলের কোন দলই গোল করতে পারেনি, ফলে গোল শূন্য ড্রয়ের মাধ্যমে খেলা সমাপ্তি ঘটে।