লোকমান হোসেন মিলন, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামে আদিবাসী যুব সমাজের উদ্যোগে "একদিনের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট–২০২৫" অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ক্ষিরতলার ঐতিহ্যবাহী বুরুজ মাঠে উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টে স্থানীয় আটটি আদিবাসী দল অংশ নেয়। দিনব্যাপী এই আয়োজন খেলাধুলার পাশাপাশি আদিবাসী সংস্কৃতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে।
ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজিমুদ্দিন কাজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন। এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও রায়গঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে গাজীপুর একাদশ বিজয়ী এবং রাজশাহী গোদাগাড়ী একাদশ রানার্সআপ হয়। বিজয়ী দলকে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে কালার মনিটর পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন, "খেলাধুলা সমাজে শৃঙ্খলা, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে। রাজনীতি, ধর্ম বা জাতিগত ভেদাভেদ ভুলে খেলাধুলা পারে সমাজে সম্প্রীতি ফিরিয়ে আনতে।" তিনি তরুণ সমাজকে মাদকমুক্ত ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক সুভাষ কুমার মাহাতো জানান, স্থানীয় তরুণদের ঐক্যবদ্ধ রাখা এবং ক্রীড়ামুখী সমাজ গঠনের লক্ষ্যেই তাদের এই প্রচেষ্টা।
দিনব্যাপী এই টুর্নামেন্ট ক্ষিরতলার বুরুজ মাঠে পরিণত হয় আনন্দ, ঐক্য ও বন্ধুত্বের এক অনন্য উৎসবে, যা আদিবাসী সমাজে সম্প্রীতির এক দৃঢ় বার্তা ছড়িয়ে দেয়।
আমি যদি আপনার জন্য এই সংবাদটির একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার উপযোগী ক্যাপশন তৈরি করি, তাহলে কি আপনার সাহায্য হবে?