মোঃউজ্জল হোসেন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাটে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল ৩০ অক্টোবর বৃহঃবার রাত ৮টার দিকে ধামইরহাট- জয়পুরহাট মহাসড়কের হরিতকিডাঙ্গা গ্রামের পশ্চিমে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নিহত হাবিব(২২) উত্তর চকরহমত গ্রামের ইয়াছিনের ছেলে।হাবিব ধামইরহাটে কসমেটিকের দোকান করতো। অপর মোটরসাইকেল আরোহী সাতানা গ্রামের নুর ইসলামের ছেলে আবু মুসা(২৬) গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। ভ্যানের আরোহী রামপ্রসাদ গ্রামের সাহেব আলীর ছেলে মুরাদ(৩৮) ও ভ্যান চালক আঙ্গরত গ্রামের আঃ গফুরের ছেলে ইউনুস (৬০) বলেন, "ভ্যানযোগে হরিতকি ডাঙ্গা থেকে বাড়ি যাবার পথে সামনে থেকে একটি মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ভ্যানের সঙ্গে দুর্ঘটনা ঘটে।আহত ভ্যান চালক ইউনুস ও আরোহী মুরাদ ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন আছে।