লোকমান হোসেন মিলন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
নামাজ পড়তে গিয়ে জীবিকার একমাত্র সম্বল অটোরিকশা হারিয়েছেন শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী কেন্দ্রীয় মসজিদ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূইয়ট গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম (৫৫) বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এশার নামাজ পড়তে নিমগাছী কেন্দ্রীয় মসজিদে যান। নামাজের আগে তিনি তাঁর অটোরিকশাটি মসজিদের সামনের সড়কে রেখে ভিতরে প্রবেশ করেন। কিন্তু নামাজ শেষে বের হয়ে দেখেন, রিকশাটি উধাও। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তিনি হতাশ হয়ে স্থানীয়দের সহযোগিতায় থানায় খবর দেন।
রিকশা হারিয়ে ভীষণ কষ্টে পড়েছেন শহিদুল ইসলাম। তিনি বলেন, “ঋণ নিয়ে এই রিকশা কিনেছিলাম। এটা ছাড়া আমার আর কিছুই নেই। এখন বুঝতে পারছি না কীভাবে সংসার চালাব।”
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে নিমগাছী বাজার ও মসজিদ এলাকায় চুরির ঘটনা বেড়েছে, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা দ্রুত চুরি হওয়া রিকশা উদ্ধারের পাশাপাশি চোরচক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, “শহিদুল খুবই পরিশ্রমী মানুষ। এই রিকশাটাই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। এখন সে সম্পূর্ণ অসহায়।”
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা জানান, “এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”