রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিভিন্ন দাবিতে নার্সেস এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৪৮ বছরের ইতিহাস ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং মিড ওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভুত করনের অপচেষ্টার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল কলেজ চত্তরে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি তাজমিরা সুলতানা, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাফিজুর রহমান, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শাহানাজ খাতুন, নার্সিং ইনস্টিটিউট কুষ্টিয়ার নার্সিং ইনস্টাক্টর জোবায়দা রোকসানাসহ কয়েকশ নার্স প্লেকার্ড হাতে নিয়ে এতে অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদফতরে একিভূত করনের সিদ্ধান্ত যদি বাতিল করা না হয়, তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।