নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিম পাড়া গ্রামে এক কৃষকের ২৪ শতক জমির ধান পাকার আগেই রাতের অন্ধকারে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সরেজমিনে জানা যায়, উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আবু হায়েব বুলু ক্রয় সূত্রে ভোগ দখল করে চলতি মৌসুমে ২৪ শতক জমিতে আমন ধান চাষাবাদ করেন। চারা রোপণের পর থেকে সব ধরনের পরিচর্যা করে আসছিলেন। কেবল ধানগুলো আধা পাকা হয়েছে। এমন অবস্থায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষগণ রাতের আঁধারে সেই আধা পাকা ধানগুলো কেটে নিয়ে গেছে। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান সাংবাদিকদের কাছে।
ঘটনার অভিযোগ সূত্রে জানাযায়, একই গ্রামের প্রতিপক্ষগণ মৃত: রইচ উদ্দিনের ছেলে
আফসার আলী (৬০), মাহমুদ আলী (৫৭), ঠান্ডু মিয়া (৬২), হামেদ আলী (৫৫), নুরুল ইসলাম (৫০) সহ মোট ৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে অভিযুক্ত পরিবারের স্বজনরা জানান, এই জমিতে আমাদের মামলা দেওয়া আছে। পৈতৃক সূত্রে আমরা এই জমির মালিক। এজন্য আমাদের জমির ধান আমরা কেটে নিয়েছি।
এবিষয়ে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ধান কাটার বিষয়ে অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।