বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রামের দোহাজারী পৌর এলাকার সাঙ্গু সেতুর নিচে রোহিঙ্গা কলোনি এলাকায় একটি দোকান থেকে প্রায় তিন লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে আরিফ (২৫) নামে একটি ব্যক্তি।
রবিবার (২৫ অক্টোবর) সকালে কলোনি পাড়ায় হৃদয় এর দোকানে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে আরিফ কলোনি পাড়ার কমলার দোকানে কাজ করে আসছিলো। কিন্তু মাদকাসক্ত হওয়ায় দোকানদার তাকে এসব না করার জন্য নিষেধ করেন। কিন্তু দোকান মালিকের কথা তোয়াক্কা না করে, গত ২৫ শে অক্টোবর ভোর সকালে দোকানের ক্যাশ ভেঙে ৩ লাখ টাকা ও একটু মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। সকালে দোকানে এসে দেখেন ক্যাশ ভাঙা। তখন সন্দেহ হলে দোকানের কর্মচারি আরিফকে একাধিকবার কল দিলে, তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
দোকান মালিক জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানের মালামাল তোলার জন্য টাকা গুলো রাখা হয়েছে। কিন্তু রাতে বাড়িতে যাওয়ার সময়ে দোকানে ক্যাশে রেখে যান টাকা। সকালে দোকান খুলতে আসলেই দেখা যায় ক্যাশের অবস্থা। তিনি আরো বলেন, কেউ এই ছেলেটিকে দেখলে ০১৮৭৫১৭৯৮৫৪ এ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।