লোকমান হোসেন মিলন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফাকে “নতুন বাংলাদেশের রূপরেখা” হিসেবে অভিহিত করেছেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি হচ্ছে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দিকনির্দেশনা। এই দফাগুলোর বাস্তবায়নই জনগণের মুক্তি নিশ্চিত করবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দুর্নীতি, ভোটবিহীন নির্বাচন ও দমননীতির কারণে দেশ আজ এক গভীর সঙ্কটে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ৩১ দফা বাস্তবায়ন।”
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক নবীর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিপনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন, বিএনপি সব সময় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।