নূর-ই-আলম সিদ্দিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার(২৬ অক্টোবর) জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন ক্ষতিগ্রস্ত আবদুস সাত্তারকে কেদার ইউনিয়ন বিএনপি কর্তৃক এ সহায়তা প্রদান করা হয়। কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন - কেদার ইউনিয়ন যুবদলের সভাপতি -আব্দুস সালাম,সাধারণ সম্পাদক - রবিউল ইসলাম, সেচ্চাসেবকদলের সভাপতি আনিছুর রহমান আনিছ,সাধারণ সম্পাদক- রইছুল ইসলাম,ছাত্রদল সভাপতি - আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক -আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক - মোহাইমিনুল ইসলামসহ দলীয় সিরাজুল ইসলাম ও মজিবর রহমান প্রমূখ।